ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মহেশখাল বাঁধটি অপসারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৩ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৬ পিএম, ১৩ জুন ২০১৭ মঙ্গলবার

জলাবদ্ধতায় ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে মহেশখাল বাঁধটি অপসারণের কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বিকেলে সিটি মেয়র আ জ ম নাছিরের নেতৃত্বে সিটি কর্পোরেশন এবং বন্দর কর্তৃপক্ষ বাঁধটি অপসারনের কাজ শুরু করে। বাধঁটি পরিপূর্ণভাবে অপসারণ করতে তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। রিপাবলিক ক্লাবের কাছে মহেশখালের মুখে ২০১৫ সালের অক্টোবরে বাঁধটি নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। বাঁধের কারনে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে হওয়ায় অল্প বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর নিম্মাঞ্চল।