ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরতে চান চিকিৎসক সানজানা জেরিন

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ১৮ মার্চ ২০১৬ শুক্রবার

সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরতে চান চিকিৎসক সানজানা জেরিন। ২০১৪ সালের ২৪ আগস্ট প্রথম দিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এর পর থেকে চলছে তার বেঁচে থাকার লড়াই। জ্ঞান ফিরলেও এখন স্মৃতিহারা, নির্বাক ডাক্তার সানাজানা। sanjanaযে বাড়িতে, যে ঘরে নিজ হাতে সাজানোর কথা ছিল সুখের সংসার, সেখানেই শুয়ে আছেন নির্বাক হয়ে। প্রিয় বিছানাটি সরিয়ে রাখা হয়েছে হাসপাতালের খাট; চারপাশে নানা যন্ত্রপাতি; যেন মিনি আইসিইউ। ৩৩তম বিসিএস পাশ করে কর্মস্থল ফেনীতে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে কমলাপুরের কাছে পৌঁছালে ছিনতাইকারীর খপ্পরে পড়েন সানজানা। ছিনতাইকারীরা গাড়ি থেকে হাতের ব্যাগটি টান দিলে রিক্সা থেকে ছিটকে পড়েন তিনি। সাথে থাকা তার স্বামী ডাক্তার মুনতাহিদ তাকে উদ্ধার করেন। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে বাদ দিতে হয়েছে সানজানার মস্তিষ্কের কিছু অংশ। এখন জ্ঞান ফিরলেও চিনতে পারছেন না কাউকেই, মুখে নেই কথা। মাঝে মাঝেই কেঁদে ওঠেন। কি কারনে কেঁদে ওঠেন, জানা নেই চিকিৎসক স্বামীরও। প্রায় ২ বছর ধরে স্মৃতি হারিয়ে বাঁচার জন্য প্রানপন লড়াই করছেন ডাক্তার সানজানা। অথচ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা হলেও, এখনো গ্রেফতার হয়নি কেউই। সানজানার মতো এভাবে আর কাউকে যেনো জীবনজ্বালায় ধুকতে না হয়, তা-ই চান স্বজনরা।