ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

গোসিয়ামে থামারা সিথোলে

গোসিয়ামে থামারা সিথোলে

একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার এক মহিলা। এই ঘটনায় তৈরি হল নতুন বিশ্ব রেকর্ড। এরআগে গত মাসে মরক্কোর মালিয়ান হালিমা সিজে একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়েছিলেন।

৩৭ বছরের গোসিয়ামে থামারা সিথোলে সোমবার রাতে ১০ টি সন্তানের জন্ম দিয়েছেন। গোসিয়ামের স্বামী তেবোহো সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার স্ত্রী সাত মাস সাত দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ ছেলে এবং ৩ মেয়ের জন্ম দিয়েছেন।’’ এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়ামে। তাদের বয়স এখন ৬ বছর।

যদিও একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবেননি গোসিয়ামে। প্রসব করানোর আগের মুহূর্ত অবধি তিনি জানতেন তাঁর গর্ভে ৮টি সন্তান রয়েছে। স্ক্যানের রিপোর্টে সে রকমই ধরা পড়েছিল। তাই ১০ সন্তানের জন্ম দেওয়ার অবাক হয়েছেন গোসিয়ামে এবং তার স্বামী। তবে ১০টি সন্তানই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোসিয়ামেই প্রথম যিনি একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিলেন। গোসিয়ামে জানান, তাঁর গর্ভধারণের বিষয়টি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সন্তানধারণের জন্য তিনি কোনো বিশেষ চিকিৎসার সাহায্য নেননি।

এসি