ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-গাজীপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর।

তিনি জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে সকল প্রকার যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জানা যায়, গতকাল বুধবার মালিক কারখানায় আসলেও শ্রমিকদের বিগত মাসের বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোন প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। তাতে বেতন পাওয়া অনিশ্চিত দেখে শ্রমিকরা সকালে কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

এএইচ/