ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

তিন আসনে ভোটের তারিখ পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ জাতীয় সংসদের এই তিনটি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন এবং ১৬৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন তারিখ অনুযায়ী এসব আসনে ২৮ জুলাই ভোটগ্রহণ করা হবে। আগামী ১৪ জুলাই এসব আসনে ভোট হওয়ার কথা ছিল। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের একথা জানান।

এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, পরদিন ২৪ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটের তারিখ পরিবর্তন হলেও এসব দিনক্ষণের কোনো পরিবর্তন হবে না।

ইসি সচিব বলেন, ‘করোনার ঝুঁকিপ্রবণ এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া ওই তিন সংসদীয় আসনে ১৪ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ভোট পেছানো হয়েছে।’

তিনি বলেন, ২১ জুন নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি। বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে। ভোট স্থগিত হওয়া এলাকাগুলোয় স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনও স্থগিত থাকবে।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে ৯টির ভোট স্থগিত করা হয়েছে। দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট যথাসময়ে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এসব এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা চালানোর জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছে।

এর আগে কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনার ও ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি