ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

প্রথম বারের মতো সরাসরি বাইডেন-জনসনের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার

সরাসরি সাক্ষাত করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কর্নওয়ালের কার্বিস বে’তে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি৭ নেতাদের মধ্যে সম্মেলনের প্রাক্কালে এই প্রথম বারের মতো তারা সরাসরি সাক্ষাত করেন। খবর এএফপি’র।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ সময় আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানান।

জনসন বলেন, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র তীরবর্তী এ অবকাশ কেন্দ্রে বাইডেনকে দেখে ‘সকলে একেবারে অভিভূত হয়ে পড়েন।’ 

এ সময় সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বাইডেন এবং রসিকতা করে বলেন, ‘আমরা উভয় আনুষ্ঠানিক বিবাহ বন্ধনের আগে থেকেই একত্রে থাকা শুরু করি।’

একান্ত আলোচনা শুরু করার আগে জনসন উত্তরে বলেন, এ ব্যাপারে ‘আমি প্রেসিডেন্টের সাথে দ্বিমত পোষণ করছিনা বা তিনি এ বিষয়ে যথার্থই বলেছেন।’
এসএ/