ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

ব্রহ্মপুত্রে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করল স্বেচ্ছাসেবক লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১৩ জুন ২০২১ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ-এর উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ হালিম রানা'র সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১২ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ ব্রীজের নীচে ব্রহ্মপুত্র নদীতে বিভিন্ন জাতের ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব, এই হলো আমাদের অঙ্গিকার।

তিনি এসময় স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোফাখ্খার খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ এবিএম নুরুজ্জামান খোকন সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কামরুজ্জামান কাউসারসহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।

এনএস/