ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

কানাডায় মুসলিম পরিবারকে ট্রাক চাপা

সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদে অভিযুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০১:১৩ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

কানাডীয় কর্তৃপক্ষ সন্ত্রাসবাদমূলক হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পিক-আপ ট্রাক ব্যবহার করে এক মুসলিম পরিবারের ওপর এ বর্বর হামলা চালানো হয়। এতে তারা সকলেই প্রাণ হারান। সোমবার প্রসিকিউটররা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

কর্তৃপক্ষ জানায়, আফজাল নামের এক ব্যক্তি তার পরিবারে চার সদস্য তার স্ত্রী, তাদের কিশোরী কন্যা এবং তার মাকে নিয়ে তাদের ওন্টারিও’র পার্শ্ববর্তী এলাকা লন্ডনে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় এক ট্রাক চালক এ পরিবারকে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর দিয়ে দ্রুত গতিতে তার গাড়ি চালিয়ে দেয়।

খবরে বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী চারজনকে হত্যা করায় ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যান নামের এ ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে গত সপ্তাহে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাক চাপা দেয়ার এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ কর্মকান্ড হিসেবে অভিহিত করে এ কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
এসএ/