ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

মোংলা ইপিজেডে আনসারসহ ১৫ জন করোনাক্রান্ত  

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

চায়না নারী টেকনিশিয়ানের পর এবার মোংলা ইপিজেডের ৫ আনসার সদস্যের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার ফলে করোনা সংক্রমণ ঝুঁকিতে পড়েছে ইপিজেড। এনিয়ে ইপিজেডের বিভিন্ন কলকারখানা ও শ্রমিকদের মধ্যে নতুন করে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার  (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ১৫ জনের মধ্যে রয়েছে ইপিজেডের ৫ আনসার সদস্য। 

ওই আনসার সদস্যরা হলেন, পরিতোষ, সোহেল রানা, মন্টু মন্ডল, অনুপ চন্দ্র সরকার ও সঞ্জয় মন্ডল। এর আগে গত রোববার ইপিজেডের জিনলাইট গার্মেন্টস’র টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ানের (৩৩) করোনা শনাক্ত হয়। 

মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, করোনা আক্রান্ত চায়না নারী টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ান এখন সুস্থ আছেন। আর নতুন করে যে ৫ জন আনসারের করোনা শনাক্ত হয়েছে তাদেরকে ইপিজেডের নির্দিষ্ট করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, সরকারের করোনা বিধি নিষেধ আমরা শতভাগ মেনে চলছি। তারপরও ইপিজেডের সকল কলকারখানা ও শ্রমিকদের সেই বিধি নিষেধ আরও কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার মোংলায় করোনা শনাক্তের হার ছিল ৬৫ শতাংশ। এর আগে সোমবার যা ছিল ৩২ শতাংশ। একদিনের ব্যবধানে এখানে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুনে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, বর্তমানে এখানে শনাক্তে হার একটু বেশি হলেও মুলত পরীক্ষা করাতে আসা লোকের সংখ্যা কমছে। তাতে বুঝা যাচ্ছে পরিস্থিরি উন্নতি হচ্ছে। বর্তমানে এখানে গড় শনাক্তের হার ৫৪ শতাংশ বলে জানিয়েছেন তিনি। 
কেআই//