আগামী ১৬ জুন শুরু হবে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী
প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার

প্রতিবছরের মতো আগামী ১৬ জুন শুরু হবে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী। দুপুরে সচিবালয়ে পিআইডি সন্মেলন কক্ষে সংবাদসন্মেলনে এসব জানান কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি জানান, এবারের শ্লোগান ”স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই”। কৃষি মন্ত্রনালয় অয়োজিত তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর ফার্মগেট আ.কা.মু গিয়াসউদ্দিন মিলকি অডিটরিয়ামে। দেশের বিভিন্ন স্থানের ১৩০ প্রজাতির ফলের প্রদর্শনী হবে এই মেলায়। সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে এই মেলা বলেও জানান অতিরিক্ত সচিব।