ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

হোল্ডিং ট্যাক্সের চাপে দিশেহারা ময়মনসিংহবাসী (ভিডিও)

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাড়তি হোল্ডিং ট্যাক্সের চাপে দিশেহারা বাড়ির মালিকরা। বাড়তি কর কমানোর দাবি করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। সিটি মেয়র বলছেন, করের পরিমাণ কমাতে ব্যবস্থা নেয়া হবে। 

৫ বছর মেয়াদি এসেসমেন্ট হওয়ার পর কয়েকগুণ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সুরাহা পেতে নগর ভবনে ছুটছেন বাড়িওয়ালারা। তাদের অভিযোগ, নতুন এসেসমেন্টে কয়েকগুণ বাড়ানো হয়েছে করের পরিমাণ। 

বাড়ির মালিকরা জানান, নতুন এসেসমেন্ট করার পর আমার ৪৫ হাজার ৭৮ টাকা বেড়েছে। কারও কারও কর পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে, কারও কারও কর ৮ গুণ, ১৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

কর বাড়ানোয় বিক্ষুব্দ নগরবাসী। কর কমিয়ে আনার দাবি করেছেন তারা। 

মালিকরা জানান, বাৎসরিক কর হবে প্রায় ৯৬ হাজার টাকার মতো। করোনার মধ্যে এখন আমি বেকার অবস্থায় আছি, তিন বেলা খাওয়া তো দূরের কথা একবেলাও পাই না। এ অবস্থায় এতোগুলো টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। গ্রহণযোগ্য মাত্রায় যেন নিয়ে আসা হয়, যাতে সাধারণ জনগণের জুলুম না হয়। 

জেলা নাগরিক আন্দোলনের নেতাদের হুঁশিয়ারি, হোল্ডিং ট্যাক্স কমানো না হলে কর্মসূচি দেয়া হবে।  

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান বলেন, আমরা যদি সন্তুষ্ট হই, তাহলে আমাদের আন্দোলন এখানেই শেষ। আর যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে অতীতের মতো এই পৌর কর কমানোর জন্য আন্দোলন করবো।

করের পরিমাণ সহনীয় পর্যায়ে কমিয়ে আনার কথা জানালেন সিটি মেয়র। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, এটি পুনঃপরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যেন আরও কমিয়ে নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি।

দ্রুত কর কমিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ দেখতে চায় নগরবাসী। 

ভিডিও-

এএইচ/