ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

দিল্লির হাসপাতালে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩ এএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নবম তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২২টি ইঞ্জিন। পরে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

দমকল সূত্র জানায়, বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সূত্রটি জানায়, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে।
 
এদিকে, দিল্লি দমকল দফতর মধ্যরাতে জানায় যে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

এএইচ/