ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৭ ১৪৩১

হাইকোর্টের ৫৩ বেঞ্চে আজ থেকে ভার্চুয়ালি বিচার কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার | আপডেট: ১০:১০ এএম, ২০ জুন ২০২১ রবিবার

দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৩টি বেঞ্চে আজ রোববার (২০ জুন) থেকে ভার্চুয়ালি উপস্থিতিতে চলবে বিচারকার্য। এর মধ্যে দ্বৈত বেঞ্চ ৩৪ এবং একক বেঞ্চ ১৯টি। 

গত বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫৩টি বেঞ্চ গঠন করে দেন।

এ সংক্রাস্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উপস্থিস্তি ব্যাতিরেকে ২০ জুন সকাল সাড়ে ১০টা থেকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সুপ্রিমকোর্ট কর্তৃক জারিকৃত ‘প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিস্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি বিবেচানায় দেশে লকডাইন ঘোষণা করা হয়। ফলে উচ্চ আদালতসহ অধঃস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়াল উপস্থিস্তিতে বিচারকার্য চালু রাখা হয়। পর্যায়ক্রমে আদালত সংখ্যা বাড়ানো হয়।

করোনা সংক্রমণ মোকাবেলায় এখনও দেশে বিধিনিষেধ জারি আছে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল উপস্থিস্তিতেই আজ রোববার থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে বিচারকার্য শুরু হচ্ছে। 

এএইচ/