ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া শুরু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। চায়না সিনোফার্মার এসব টিকা দু’দিন আগে নাটোরে পৌঁছায়।

শনিবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে নাটোর সদর হাসপাতাল কেন্দ্রে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: পরিতোষ কুমার রায়। এসময় হাসপাতালের আরএমও ডা: মনজুর রহমান উপস্থিত ছিলেন।

হাসপাতালের আরএমও ডা: মনজুর রহমান বলেন, যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেছেন তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। আজ প্রথম দিন ২৪ জনকে টিকা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, যে পরিমাণ ডোজ পাওয়া গেছে তাতে তিন হাজার জনকে দুই ডোজ করে টিকা দেওয়া সম্ভব হবে। 

এএইচ/