ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার | আপডেট: ১১:৪৪ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে প্রাচীনকালের ২৫০ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

শনিবার দুপুরে ওই ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামের কালি কুমার (৫৫) এর বাড়ি থেকে মূতিটি উদ্ধার করা হয়। তবে মূর্তিটি কোন পাথরের তৈরি তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক জানান, শনিবার দুপুরে দিকে স্থানীয়রা খবর দেয় সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামে মৃত দর্প বর্ম্মণের বাড়িতে একটি বিষ্ণু মূর্তি আছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালিয়ে মূতিটি উদ্ধার করা হয়। 

মূতিটি দৈর্ঘ্যে ৪ ফুট ৬ ইঞ্চি, প্রস্থে ২ ফুট ১ ইঞ্চি আর ওজন ২৫০ কেজি। তবে পরীক্ষা-নিরীক্ষার আগে মূর্তিটি কোন পাথরের তৈরি তা বলা সম্ভব নয় বলে জানান। আমরা এটি নিয়ে যাচাই-বাছাই করছি।
কেআই//