ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ঝিকরগাছায় সাত দিনে ৮ জনের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২২ এএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে করোনায় ৫ জন নারী, একজন পল্লী চিকিৎকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাঁকড়া গ্রামেরই ৬ জন। সর্বশেষ রোববার (২০ জুন) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ নারী। এক তরুণ স্কুল শিক্ষকের স্ত্রী ও একজন গৃহিণী। তরুণ স্কুল শিক্ষকের স্ত্রী এক সন্তানের জননীর মৃত্যুতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে মারাত্মকভাবে।

জানা গেছে, বাঁকড়ার মুকন্দপুর নতুন বাজারের পল্লী চিকিৎসক আঃ রাজ্জাক (৬০) ১৫ দিন যাবত জ্বরে ভুগে গত সোমবার নিজ বাড়িতে মারা যান। একই দিন বাঁকড়া গ্রামের মালিপাড়ার আব্দুর সামাদের স্ত্রী বানু বেগম (৬৫) প্রথমে জ্বর, শেষ মুহূর্তে শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান। 
গত বুধবার বাঁকড়া দাসপাড়ার মৃত মোসলেমের স্ত্রী ফতেমা বেগম (৫৫) সামান্য কয়েক দিনের জ্বরে মারা যান। শনিবার বাঁকড়া গ্রামে ভ্যানচালক আকবর হোসেন মুলো (৫৫), গাজি পাড়ার নুহূর স্ত্রী নাছিমা বেগম (৪০) ও বাঁকড়া মাঠপাড়ায় তাজেল উদ্দীন পাগল (৭০) মারা যান। এদের সকলের আগে থেকে শারীরিক নানা জটিলতা ছিল।

সর্বশেষ ঝিকরগাছার হাজিরবাগ ইউপির বিষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামানের স্ত্রী এক সন্তানের জননী মিলা বেগম (২৬) এক সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হন। অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (১৯ জুন) রাতে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার (২০ জুন) সকালে তার মৃত্যু হয়। 

অন্যদিকে, বাঁকড়া গাজিপাড়ায় নুর মোহাম্মদের স্ত্রী সালেহা বেগম (৬৫) ১০ দিন ধরে জ্বরে ভুগছিল। অবস্থার অবনতি হওয়ায় রোববার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এনএস/