ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

আকস্মিক বন্যার কবলে পড়তে পারে দেশের কিছু অংশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ এএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

চলতি মৌসুমে বর্ষার শুরু হয়েছে স্বাভাবিক বৃষ্টি দিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রায় সারাদেশেই জুন মাস জুড়ে এমন বৃষ্টি অব্যাহত থাকবে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অতি ভারি বর্ষণে তিস্তা মোহনায় কুড়িগ্রাম, নীলফামারী এবং কক্সবাজার জেলার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। 

ষড়ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কখনো ঝরছে ঝুম বরিষ, কখনো বা টিপটিপ বৃষ্টি। কখনো আবার সারাদিন আকাশের মন খারাপ, কালো মেঘ ছেয়ে থাকে দিগন্তজুড়ে। 

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গেলো ক’বছরের মধ্যে এবার বর্ষাকালের বৃষ্টি যথাসময়ে শুরু হয়েছে। কোথাও কোথাও ভারি, অতি ভারি বর্ষণ হলেও প্রায় সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আশপাশের দেশগুলোতেও মোটামুটি বৃষ্টি হচ্ছে। মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

নদীমাতৃক দেশে বর্ষায় থাকে বন্যার আশংকা; উৎকণ্ঠায় দিন পার করে পদ্মা, মেঘনা, যমুনা, বহ্মপুত্র, তিস্তা অববাহিকার মানুষ। 

এবারও বন্যা নিয়ে নেই স্বস্তির খবর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, জুলাই মাসের শুরুর দিকে তিস্তা অববাহিকায় কিছু এলাকা প্লাবিত হতে পারে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, জুলাই মাসের প্রথমার্ধে আমাদের দেশে বন্যা আসতে পারে। কুড়িগ্রাম ও গাইবান্ধার অঞ্চল দিয়ে প্রথম শুরু হতে পারে বন্যা।

গেলো বছরের বন্যায় উপকূল ও নদী তীরবর্তী এলাকায় ক্ষতি হয়েছে প্রায় ২শ’ কিলোমিটার বাঁধের। তবে এসব বাঁধ সংস্কার ও উপকূলীয় এলাকায় উচ্চতা দ্বিগুণ করার প্রকল্প চলমান রয়েছে।

মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া আরও বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা চিহ্নিত করেছি। নদীমাতৃক অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো যথেষ্ট শক্ত ও সুদৃঢ় আছে।

গেলো বছরে দীর্ঘসময় বন্যার কবলে ছিলো দেশের প্রায় ৩০ শতাংশ এলাকা।

ভিডিও-

এএইচ/