ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

টাঙ্গাইলে নতুন শনাক্ত ১২১, চলছে লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২ এএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ ভোর ছয়টা থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় শুরু হয়েছে কঠোর লকডাউন। এদিকে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যুসহ ১২১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১২১ জন পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬ দশমিক ১১ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯৫ জনে। আর সর্বমোট মৃত্যু হয়েছে ১০১ জনের।

এদিকে, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ ভোর ছয়টা থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় শুরু হয়েছে কঠোর লকডাউন।

এএইচ/