ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

লন্ডনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৭ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:২৩ পিএম, ১৯ জুন ২০১৭ সোমবার

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এরইমধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে ৭০ জন।
লন্ডনে ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে এই বিক্ষোভ।
ঘটনার তিনদিন পার হলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। বিক্ষোভকারীদের অভিযোগ, নিখোঁজদের সঠিক তথ্য দিতে পারছে না কর্তৃপক্ষ। এখন পর্যন্ত গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়নি।
বিক্ষোভকারীরা এক পর্যায়ে স্থানীয় টাউন হলে ঢুকে পড়ে। এ’সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।
এদিকে, দুর্ঘটনাস্থলে গিয়েও ক্ষতিগ্রস্তদের সাথে দেখা না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। পরে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে গেলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন তিনি। এ’সময় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিক্ষোভ হয়েছে মধ্য লন্ডনেও। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশ্ন তুলে পদত্যাগের দাবি জানায়।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে নটিংহিল এলাকায় লাটিমার রোডে বহুতল ভবনটিতে আগুন লাগে।