ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে ৩ লাখের বেশি মানুষ

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৭ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:৩১ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার

কক্সবাজারে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে ৩ লাখের বেশি মানুষ। প্রশাসন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও, রাজি হচ্ছে না তারা। বাসিন্দারা বলছে, আর্থিক অস্বচ্ছলতা ও স্থায়ী ঠিকানার অভাবে বাধ্য হয়েই তারা এভাবে বসবাস করছে।

প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটারের কক্সবাজার জেলার একটি বড় অংশ জুড়েই রয়েছে, ছোট বড় কয়েক শ’ পাহাড়। এ’সব পাহাড়ের পাদদেশে, বসতি গেড়েছে অনেক পরিবার। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও, ঝুঁকিপূর্ণভাবেই বসবাস করছেন বাসিন্দারা।
কক্সবাজার শহরের কলাতলী, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা ও লাইট হাউসসহ পুরো জেলায় প্রাণের ঝুঁকিতে আছেন ৩ লাখের বেশি মানুষ। প্রাণহানী এড়াতে তাদের অন্য জায়গায় পুনর্বাসনের জন্য তাগিদ দেয়া হচ্ছে।
বাসিন্দারা বলছেন, অন্য কোথাও যাওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা।
তাদের সরিয়ে নিতে তৎপর প্রশাসন। এরইমধ্যে অতি ঝুঁকিপূর্ণ বসতিগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
বিভিন্ন সংস্থার হিসেবে, গত ৭ বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে ২শ’র বেশি মানুষ।