সোনাইমুড়ীতে আমিশাপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রেলপথ ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ এম ইব্রাহীম এমপি উপস্থিত থেকে এ নতুন ভবনের উদ্ধোধন করেন।
এসময় এইচ এম ইব্রাহীম এমপি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার হার বাড়ানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক মোজাম্মেল হোসেন, আমিশা পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. পারভেজ, বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
কেআই//