ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

কিউবা নীতি বাতিল করলেন ট্রাম্প

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৭ জুন ২০১৭ শনিবার

ওবামা প্রশাসনের কিউবা নীতি বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নীতিটিকে সম্পূর্ণ একপাক্ষিক বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। বলেন, নতুন নীতিতে মার্কিনীদের কিউবা ভ্রমণ এবং দেশটিতে তহবিল পাঠানো কঠোর হবে। তবে হাভানায় মার্কিন দূতাবাস বন্ধ না করার বিষয়ে তিনি মত দেন। এছাড়া দু’দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে কোন পরিবর্তন হবে না বলে জানান ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে কিউবার সঙ্গে পাঁচ দশকের বৈরি সম্পর্কের বরফ গলেছিলো। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন স্বীদ্ধান্তের সমালোচনা করেছে কিউবা।