ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

টাঙ্গাইলে নতুন শনাক্ত ১০১, মৃত্যু ১

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যুসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১ জন। শনাক্তের হার শতকরা ৩৪ দশমিক ৪৭ ভাগ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩৩ জন। এর মেধ্যে মৃত্যু হয়েছে ১০৮ জনের।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৯৩টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৮৭ জনের।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ। এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ ষষ্ঠ দিন। তবে কালিহাতী পৌর এলাকায় তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে।

কঠোর বিধিনিষেধের মধ্যে টাঙ্গাইল বাসটার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস। তবে পৌর এলাকার সড়কে মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়াও কিছু কিছু দোকানও খুলেছে। 

বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশের টহল রয়েছে। এছাড়া চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

এএইচ/