ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জুনায়েদ (৮)। রোববার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়েনর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জুনায়ে ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে। পরিবারে লোকেরা জানান, দুপুরে বিষ্ণুপুর মাদরাসার পাশে পুকুরের পানিতে জুনায়েদ ডুবে যায়। পরে স্থানীয়রা জুনায়দকে উদ্ধার করেন। জুনায়েদের পেটে ও বুকে চেপে পানি বের করার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে শিশুটিকে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা আক্তার নুর স্বর্ণা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।
কেআই//