ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

গাজীপুরে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ৩

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০১:১০ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

গাজীপুরের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জয়দেবপুরের বরুদা এলাকায় গেল রাত ১টার দিকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দীনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক বিরোধের জেরে গিয়াস উদ্দীন খুন হয়েছেন।  নিহতের স্ত্রী এবং আরো ২ জনকে আটক করেছে পুলিশ।