ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

পাবনায় রিকশা চালকদের মাঝে আটা বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪ এএম, ৩০ জুন ২০২১ বুধবার

পাবনায় রিকশা চালকদের মাঝে আটা বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে লকডাউন সফল করতে শ্রমজীবি মানুষের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। এ খাদ্য সহায়তা দেন গণস্বাস্থ্য কেন্দ্রে। 

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে অতিথি হিসেবে এ কার্যক্রমে অংশ নিয়ে রিকশা চালকদের মাঝে আটা বিতরণ করেন পাবনা জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পাবনা জেলা সমন্বয়কারী সাংবাদিক আঁখিনূর ইসলাম রেমনের সার্বিক তত্বাবধায়নে শহরের শালগাড়িয়ায় বাংলাদেশ ঈদগাহ মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে একশ’ জন রিকশা চালকের মাঝে এ আটা বিতরণ করা হয়।

এসময় জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর, সাধারন সম্পাদক বাকি বিল্লাহ, গণস্বাস্থ্য প্রতিনিধি শহিদুল ইসলাম লালু, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টেগার, গণস্বাস্থ্য কেন্দ্রের স্বেচ্ছাসেবক লিয়াকত আলী মন্টু উপস্থিত ছিলেন।

করোনার এই দু:সময়ে গণস্বাস্থ্য কেন্দ্রের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুবিধাভোগী রিকশা চালকরা।
কেআই//