ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

গেটাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এইবার

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০১:০৮ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’য় গেটাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এইবার। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে সমান তালে খেলতে থাকে গেটাফে। ৭ মিনিটে ড্যানিয়েল ভেলাকুয়েজ গোল করলে ১-০তে এগিয়ে যায় গেটাফে। পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এইবার। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। ৮৭ মিনিটে এইবারের হয়ে বোর্জা বাস্টন গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’ দল। ৩০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এইবারের অবস্থান ৮ নম্বরে। আর সমান ম্যাচে ২৮ পয়েন্টে গেটাফে রয়েছে ১৬ নম্বরে।