ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশদের

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:১২ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার

রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশদের। অবিরাম দাঁড়িয়ে থেকে ব্যস্ত রাস্তায় চলে যানবাহন নিয়ন্ত্রণ। বিরাম নেই রমজানেও। ইফতারের জন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করলেও, ট্রাফিক পুলিশ সদস্যদেরই নিশ্চয়তা থাকে না সময়মতো ইফতার করার। 

রমজানে সব রোজাদারই চায় পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করতে। তবে, ব্যস্ত রাজধানীতে যানজটের কারণে অনেক সময়ই তা হয়ে ওঠেনা।
তবে, ব্যতিক্রম শুধু ট্রাফিক পুলিশের সদস্যরা। পালাবদলের দায়িত্বে দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা। বিরামহীন চলে কাজ।

রমজানে ইফতারের সময় হলেই বেড়ে যায় যানজট। এই জট নিয়ন্ত্রণেই বেশি মনযোগ দিতে হয় ট্রাফিক পুলিশের সদস্যদের। অনেক ক্ষেত্রে কাজের চাপে ভুলে যান নিজেরাও রোজা রেখেছেন।
তবে, সেবার ব্রত নিয়ে কাজ করার কথা বললেন উর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ বক্সে ইফতার করার সুযোগ হয় মাঝে মাঝে। সহকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করেন ওই সময়টুকুতেই।