ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বাজেটে বৃহৎ অবকাঠামো নির্মানে বরাদ্দ বেশি রাখার প্রশংসা

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:০৯ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার

প্রস্তাাবিত বাজেটে বৃহৎ অবকাঠামো নির্মানে বরাদ্দ বেশি রাখার প্রশংসা করে দ্রুত সেগুলোর বাস্ত বায়ন শেষ করা উচিত বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বক্তারা আরো বলেন, কর ব্যবস্থাপনায় ত্র“টি থাকায় করদাতার সংখ্যা বাড়ছে না। এজন্যে কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতাও বাড়ানো জরুরী বলে মত তাদের। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়িয়ে বাজেটকে, জনবান্ধব করার চেষ্টা করা হলেও কর্মসংস্থানের সঠিক পরিকল্পনার প্রতিফলন হয়নি বলে মত দেন কেউ কেউ। খাত ভিত্তিক পর্যালোচনা করে করের আওতা বাড়ালে, তা সাধারণ মানুষের সহনশীলতার মধ্যেও থাকতো বলে মত দিয়েছেন আলোচকরা।
সিংক: ড. তৌফিকুল ইসলাম খান, রির্সাচ ফেলো, সিপিডি