ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

ভ্যাট-ট্যাক্সের হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:১৪ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার

বাজেটে প্রস্তাবিত ভ্যাট-ট্যাক্সের হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। ১৫ শতাংশ ভ্যাট ও দুর্নীতিগ্রস্থ সরকারী ব্যাংকের তহবিল সংকট কাটাতে বরাদ্দের সমালোচনা করে অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠে। কৃষি যন্ত্রপাতি এবং আবাসন খাতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা। 

সংসদে বাজেটের ওপর সাধারণ অলোচনায় মঙ্গলবারও সংসদ সদস্যরা ১৫ শতাংশ ভ্যাট, সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস এবং ব্যাংকের আমানতে আবগারী শুল্ক বৃদ্ধি নিয়ে ক্ষোভ জানান।
জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমদ বাবলু অর্থমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, খেলাপী ঋণ আদায় করতে পারলে বাজেটের লক্ষাধিক কোটি টাকার ঘাটতি মেটানো যাবে, ভ্যাটের বোঝাও কমবে।

ঢাকার সব বস্তিবাসীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাট দেয়া হবে বলে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আবাসন খাতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। এই দাবির প্রতি সমর্থণ জানিয়ে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ কৃষি যন্ত্রপাতিতে ১৫ শতাংশ ভ্যাটের সমালোচনা করেন।
সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, শুধু বিড়ি নয়, সিগেরেটেও ওপরও উচ্চকর আরোপ করতে হবে।