ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৫১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

ঠাকুরগাঁওয়ে থামছেই না মৃত্যু আর আক্রান্তের মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রাণ। প্রায় প্রতিদিনই আসছে এই বহরের খবর। শুক্রবার ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
এরই মধ্যে সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক মহিলা, রাণীশংকৈলে ৬৪ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০বছর বয়সী একজন করে দুইজন পুরুষ। এ পর্যন্ত জেলায় করোনায় মোট ১০৮ জনের মৃত্যু হলো।
এছাড়া ৩৭১’জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো ১৫১ জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এরই মধ্যে শনাক্ত সদরও উপজেলায় ২০ জন, পীরগঞ্জে ২ জন, রাণীশংকৈলে ৭ জন, ও বালিয়াডাঙ্গীতে ১২ জন। আক্রান্তের আনুপাতিক হার ৪০ দশমিক ৭০ ভাগ। মোট শনাক্ত ৪৪৩৮৬ জন, ২৪ ঘন্টায় সুস্থ ৪১ জন, মোট সুস্থ ২,৭০৬ জন।
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারি নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
অপরদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকটের কথা প্রচার করে জনমনে আতংক তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল।
তিনি বলেন, হাসপাতালে অক্সিজেনের কোন ঘাটতি নেই। লোকজন কেনো হুমরি খেয়ে বাহিরে থেকে অক্সিজেন কিনছে তা আমার বোধগম্য নয়। তিনি করোনায় আতংক নয়, সচেতন হওয়ার পরামর্শ দেন।
কেআই//