ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫,   ভাদ্র ৫ ১৪৩২

শার্শায় ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ডিহি ফুলসারা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা ও গাঁজা পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শুক্রবার(৯ জুলাই) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের মৃত আব্দুস সামাদ মীরের ছেলে জিন্নাত আলী (৫২) ও যশোর কোতোয়ালি থানার আর, এন রোড এলাকার মৃত. নূর মোহাম্মদের ছেলে এসকেন্দার আলী (৪৫)।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সামনুর মোল্লা সোহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মোটরসাইকেলে করে গাঁজার চালান পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় একটি মোটর সাইকেলসহ জিন্নাত আলী ও এসকেন্দার আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শার্শা থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। 
কেআই//