ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

রেকিট বেনকিজার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ২০ জুন ২০১৭ মঙ্গলবার

রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬ সালের জন্য ৭৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
কোম্পাানির ২০১৬ সালের বিক্রয় আগের বছরের তুলনায় ১৫.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের প্রধান চারটি ব্র্যান্ড ডেটল, হারপিক, লাইজল ও ভিট থেকে এই প্রবৃদ্ধি এসেছে।
সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গুপ্তা, পরিচালক সুসেন চন্দ্র দাস, জাহিদুল ইসলাম, এম জাহাঙ্গীর কবির, মাহমুদ হাসান খান,  প্রধান অর্থ কর্মকর্তা ও পরিচালক সৌরভ মিত্র, কোম্পানি সচিব মো. নাজমুল আরেফিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।