ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় আর্ন্তজাতিক যোগ দিবস পালিত

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

বছরের সবচেয়ে বড় দিন ২১ জুন । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মনো দৈহিক উপকারিতা বিবেচনা করে ২০১৫ সালে ৬৯ তম সাধারণ অধিবেশনে এ দিনকেই বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। পাঁচ হাজার বছরের পুরনো শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক যোগ চর্চা ভারত বর্ষ থেকে এখন ছড়িয়ে পড়েছে ১৭৫ টি দেশে। ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় তৃতীয়বারের মতো পালিত হলো আর্ন্তজাতিক যোগ দিবস । 

ভোর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জড়ো হন হাজারো নারী পুরুষ।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ঢাকায় এ আয়োজন করে ভারতীয় হাই কমিশন । রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাস্কৃতিক সংগঠনের সদস্য, নাট্যকর্মী, খেলোয়ার তারকা শিল্পীসহ সমাজের নানা স্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যোগ শারীরিক ও মানসিক বন্ধনকে নিবীড় করে যোগ। প্রযুক্তির এ যুগে খুব কার্যকরী বলে বিবেচিত হচ্ছে।

প্রায় ৫ হাজার বছর পুরনো এই চর্চা দেহ-মন সুস্থ রাখতে ভুমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বাংলাদেশের যোগ ব্যায়ামকারীদের সুবিধার্থে একটি মোবাইলে আপ উদ্বোধন করা হয়।

এদিকে ভারত থেকে আসা প্রশিক্ষক সুমিত কুমার জানান, জাতিসংঘের স্বীকৃতির পর এখন সবাই যোগের ব্যাপারে আরো বেশি আগ্রহী হচ্ছেন।