ইরানে নির্মিত একটি ড্রোনকে ভূপতিত করেছে মার্কিন যুদ্ধবিমান
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০১:১৪ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

ইরানে নির্মিত একটি ড্রোনকে ভূপতিত করেছে মার্কিন যুদ্ধবিমান।
মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ড্রোনটি আসাদ বাহিনীর সহায়তার কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন তারা। ইরান নির্মিত এ ড্রোনে বিস্ফোরক ছিল বলে দাবী যুক্তরাষ্ট্রের। এ ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া। একে সন্ত্রানবাদের সাথে সহাবস্থান বলে মন্তব্য করেছে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রয়েভকভ। রোববার সিরিয়ার একটি যুদ্ধবিমান কে ভূপতিত করার দাবী করে মার্কিন সেনা বাহিনী। বিষয়টি নিয়ে দেশ দুটির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।