ঢাকা, সোমবার   ০৯ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

রাজৈর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার

মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। আজ বাদ আসর টেকেরহাট মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানিয়েছে তার পরিবার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ ২৬ বছর যাবৎ রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এএইচ/