ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

শার্শায় দাফনের তিনদিন পর কবর থেকে লাশ উত্তোলন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার

যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগে তিনদিন পরে কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ। গত শুক্রবার (১০ জুলাই) রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধ হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ ঘটনায় নিহতের বোন সুমি খাতুন বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকালে নিহতের বড় ভাই, ভাবী ও তাদের মেয়েকে গ্রেফতার করে থানা পুলিশ। 

পরে স্ত্রী ও মেয়েকে ছেড়ে দিয়ে নিহতের বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সেখানে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ছোট ভাই জসিম উদ্দিনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের আদেশ দেন বিজ্ঞ আদালত।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড মাহমুদুল হাসান, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা থানার ওসি বদরুল আলম খান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচ/