ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সুযোগ পেলে স্বাভাবিক মানুষের মতই সমাজের সার্বিক কর্মকান্ডে অংশ নিতে পারে প্রতিবন্ধী শিশুরাও

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ১৯ মার্চ ২০১৬ শনিবার

সুযোগ পেলে স্বাভাবিক মানুষের মতই সমাজের সার্বিক কর্মকান্ডে অংশ নিতে পারে প্রতিবন্ধীরা শিশুরাও। সেক্ষেত্রে পিতামাতাকে ধৈর্য্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর বাড্ডায় শারীরিকভাবে অক্ষম শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্মাইলিং চিল্ড্রেন স্পেশাল স্কুলের ৫ম প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আর দশটা স্বাভাবিক শিশুদের মত এসব শিশুরাও উন্নয়নের কর্ণধার হয়ে ওঠুক, সমাজের ভাল কাজে অংশ নিক, এমনটাই প্রত্যাশা তাদের পিতামাতাদের। কিন্তু সমাজ বাস্তবতায় অনেক ক্ষেত্রেই তাদের পড়তে হয় কঠিন পরিস্থিতিতে। তব্ওু আশা, কবে সুস্থ স্বাভাবিক হবে তার ছোট শিশুটি। স্মাইলিং চিল্ড্রেন স্পেশাল  স্কুলের এক অনুষ্ঠানে এসব কথাই বলছিলেন এক মা। অনুষ্ঠানে দেখা মেলে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও অভিনেতা মোশাররফ করিমকে। প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি আরো উন্নত করার কথাও বলেন তিনি। এর আগে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।  বলেন, কেবল সরকারী অনুদানের উপর নির্ভর না করে প্রতিষ্ঠানগুলোকে সামাজিক দায়বদ্ধতা থেকেও এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে করের আওতামুক্ত রাখার আহবান জানান জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান।