ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

করোনা সংক্রমণ বিস্তাররোধে চলমান লকডাউনে বগুড়া জেলার গ্রামাঞ্চলে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক সহ বিভিন্ন পেশার নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের সযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেংগামার মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বগুড়ার শেরপুরের মহিলা কলেজ মাঠে তিনশতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, লবণ, তেল, সাবান, পেঁয়াজ ও মুড়ি। যা একটি পরিবারের অন্তত একমাসের খাদ্য সামগ্রী।

বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ময়নুল ইসলাম, টিএমএসএস-এর উপ-নির্বাহী সোহরাব আলী খান, পরিচালক মাহবুবর রহমান মোহাম্মদ আলী, মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, ইষ্টার্ন ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এএইচ/