ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

বগুড়ায় করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার

বগুড়ায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য জানান বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক।

তিনি জানান, মৃতদের মধ্যে পজিটিভ শনাক্ত ৪ জন বগুড়া জেলার এবং অপর দুইজন অন্য জেলার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে রোগী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা যান। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। 

এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৪৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ৪৯১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪ জন।

এএইচ/