ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ভ্যাট-ট্যাক্স ও আবগারি শুল্ক কমানোর দাবিতে একট্টা সংসদ সদস্যরা

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

ভ্যাট-ট্যাক্স ও ব্যাংক আমানতের আবগারি শুল্ক কমানোর দাবিতে একট্টা সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এসব দাবি তুলে ধরেন। তবে ২৮ জুন প্রধানমন্ত্রীর ভাষনের মধ্যদিয়ে অনেক কিছুর সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা। ভ্যাট ও বিভিন্নখাতে ট্যাক্স বাড়ানোর কড়া সমালোচনা করেন তারা। অর্থমন্ত্রী ঋণখেলাপীদের ছাড় দিয়ে, ব্যাংকের ঘাটতি করের টাকা দিয়ে পূরণ করছেন এমন অভিযোগ করেন কেউ কেউ।

বাজেটের টাকা সংকুলানের জন্য ভ্যাট-ট্যাক্সের মহোৎসব চলতে পারেনা উল্লেখ করে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়।

তবে সংসদ সদস্যদের নিরাশ না হওয়ার আহবান জানান বাণিজ্যমন্ত্রী। ২৮ জুন প্রধানমন্ত্রীর ভাষণে অনেক বিষয় নিস্পত্তি হবে উল্লেখ করে তিনি বলেন, এবারের বাজেট ইতিহাসের সেরা বাজেট হবে।

সংসদ সদস্যদের চিন্তাকে বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।