ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

৮ দফা দাবি ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:২৮ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

চালকদের ৫ হাজার সিএনজি রেজিস্ট্রেশন প্রদান ও সড়ক পরিবহন আইন ১৭ শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাতিল-সহ ৮ দফা দাবি জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। চালকদের নিয়োগপত্র প্রদান, ঈদ উৎসব বোনাস প্রদান, পাকিং ব্যবস্থা না করে নো পার্কিং মামলা বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানান তারা। প্রসাশনিক হয়রানি থেকে চালকদের মুক্তির দাবি করেন তারা। সিএনজি চালকদের কাছ থেকে অতিরিক্ত জমা নেওয়া বন্ধ করার দাবি জানান তারা।