ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

শেষ সময়ের জমজমাট রাজধানীর শপিংমলগুলো

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:২৬ পিএম, ২১ জুন ২০১৭ বুধবার

রাজধানীর শপিংমলগুলোতে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। নিউমার্কেট, চাঁদনী চক ও গাউসিয়া মার্কেটে বুধবার ছিল ক্রেতাদের উপচে পড়া ভীড়। পোশাকের পাশাপশি আনুষাঙ্গিক অন্যান্য পণ্য কিনতে ব্যস্ত ছিলেন ক্রেতারা। ক্রেতাদের ভিড় থাকলেও বেচাকনা নিয়ে খুশি নয় বিক্রেতারা। 

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। ঈদ আনন্দে যেন কোনকিছুর কমতি না থাকে তাই শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। প্রচন্ড ভীড় ঠেলে বেছে বেছে বাজার থেকে পছন্দের জিনিস কিনছেন ক্রেতারা ।

পোশাকের পাশাপাশি, জুতা, বেল্ট, সানগ্লাস, মানিব্যাগ-ভ্যানিটি ব্যাগ এবং ঘর সাজানোর বিভিন্ন পণ্যের দোকানের চিত্রও একইরকম। ব্যস্ততার জন্য অনেকেই শেষভাগে এসেছেন মার্কেটে। যদিও অনেকেই শেষ করেে ফেলেছে ঈদের কেনাকাটা। তবে এখন পোশাকের সাথে মিলিয়ে অনান্য জিনিস কিনতেই ব্যস্ত অনেক ক্রেতা।
তবে দেশী পণ্যের চেয়ে বিদেশী পণ্যের প্রতিই ক্রেতাদের ঝোঁক বেশি।

তবে মার্কেটে ভিড় থাকলেও বেচাবিক্রি নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা।
তবে শেষ কয়েকদিনে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা।