আজ পবিত্র লায়লাতুল কদর
প্রকাশিত : ০১:০৫ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার

আজ পবিত্র লায়লাতুল কদর। বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ মাফের জন্য মহিমান্নিত রাত এটি। পবিত্র কোরআন নাজিল হয় এই রাতেই। ইবাদাত-বন্দেগীতে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। দেশের মানুষের কল্যাণ কামনা করে হবে বিশেষ মোনাজাত।
শবে কদর অর্থাৎ মহিমান্বিত রাত। ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলা শবে কদরের এই রাতে মানুষের ভাগ্য নির্ধারন করেন। এজন্য মুসলমানরা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে ভাগ্যোন্নয়নের জন্য ইবাদতে শামিল হন।
আপস..
এ রাতের ইবাদত হাজার মাসের চেয়েও অধিক উত্তম- বলা হয়েছে আল কোরআনে।
মহিমান্বিত এ রাতটি রমজান মাসের ঠিক কোন তারিখে, তা নিয়ে মতভেদ থাকলেও, ২৬ রমজান দিবাগত রাতকেই মূলত শবে কদর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
ক্ষনিকের জীবনে অধিক পূণ্য অর্জনের জন্য শবে কদর উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত ।