ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০৫ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। তবে প্রায় নয় দিনের ছুটি থাকায় সকালে বাসস্ট্যান্ড আর রেলস্টেশনে যাত্রীর চাপ ছিল কম। আর স্বাচ্ছন্দেই ঈদযাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। 

ঈদ ছুটি শুরুর আগের দিন থেকেই রাজধানী ছাড়তে শুরু করছে রাজধানীবাসি। তবে সকালে বাসস্ট্যান্ডে ভীড় ছিল কম। সময়মতই ছেড়েছে সকালের সব ট্রেন। তবে বেলা বাড়াড় সাথে সাথে বাড়তে থাকে ভিড়। যারা ট্রেনের অগ্রীম টিকেট নিয়েছিলেন, তারা শুরু করেছেন ঈদ যাত্রা।

নিদিষ্ট সময়ে ট্রেন পেয়ে খুশি ঘরমুখো মানুষ।
কমলাপুর রেল স্টেশন ম্যানেজারও বলেন, সকাল থেকে নিদিষ্ট সময়ে ছেড়েছে প্রত্যেকটি ট্রেন।

এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের তেমন চাপ ছিলনা। তবে ভোগান্তি ছিল সময়মত গাড়ি না পাওয়ার। মা-বাবাসহ পরিবারে সঙ্গে ঈদ করার সুযোগ পাওয়ায় আনন্দে, ছোটখাট ভোগান্তি হলেও খুশি সাধারণ মানুষ।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ট্রেন, বাসস্ট্যান্ড গুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।