ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার

করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কুরবানি ও কুরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশ সম্মতভাবে অপসারণে দেশের জনগণের প্রতি আহবান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কুরবানি করা, যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকা, পশু জবাই এবং কুরবানির পুরো কার্যক্রম চলাকালীন মাস্ক ব্যবহারসহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেয়া, জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলা, কুরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ/পাত্র ব্যবহার করা, কুরবানিকৃত পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদকে সহায়তা করা, করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুরবানি করা এবং কুরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করার আহবান জানানো হয়েছে।
এসএ/