ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার

বর্তমান সরকারের সময়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চন্দনাইশে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ’ মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, সাতকানিয়া-চন্দনাইশ উপজেলায় গত ৩ বছরে নদী ভাঙ্গন রোধে ২শ’ কোটি টাকা, সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও মেরামতে ১৫০ কোটি; প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খাতে ৪৫ কোটি টাকার অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া, মেরামত খাতে ১২০ কোটি টাকাসহ প্রায় ৬শ’ কোটি টাকার কাজ হয়েছে ওই সংসদীয় এলাকায়। উন্নয়নের এ’ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার আহ্বান জানান নজরুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বক্তৃতা করেন।