ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে রিকন্ডিশন্ড গাড়ী আমদানী কমে যাবে

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৩ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার

প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে রিকন্ডিশন্ড গাড়ী আমদানী কমে যাবে বলে জানিয়েছে রিকন্ডিশন্ড গাড়ী আমদানীকারকদের সংগঠন- বারবিডা। এরফলে সরকার অন্তত এক হাজার কোটি টাকার রাজস্ব হারাবে বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। 
দুপুরে রাজধানীতে বারবিডা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব কথা বলেন সংগঠনের সভাপতি হাবীবুল্লাহ ডন। একটি কোম্পানিকে বিশেষ সুবিধা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে রিকন্ডিশন্ড গাড়ীতে অবচয়ের হার বাড়ানোর দাবি জানান বারবিডা নেতারা।