ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবে ছুটি বাড়ানোর দাবি

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৬ পিএম, ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার

দুর্গাপূজায় ৬ দিন, রথযাত্রায় একদিন এবং শ্রী শ্রী হরি ঠাকুরের জন্মদিন মহাবারুণীতে একদিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক লিখিত বক্তব্যে আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ও নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। এছাড়া, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন পূর্ণ মন্ত্রী নিয়োগেরও দাবি জানানো হয়।