ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ঈদের আগে মসলা এবং মাংসের বাজারে আগুন

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:০৭ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার

ঈদের আগে মসলা এবং মাংসের বাজারে আগুন। ঈদে বাড়তি চাহিদা থাকায় ডালচিনি, এলাচ, জিরা, কাজু বাদামসহ সব মসলায় ২০ থেকে ৫০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের অভিযোগ, বাজেট পাস না হলেও মসলার ওপর ভ্যাট বসানোর অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা। 

ঈদ আসতে বাকি আর কয়েকটা দিন। তাইতো মাংসের বাজারে ক্রেতাদের ভীড়। ২৭ রমজান পর্যন্ত সিটি করপোরেশনের বেধে দেওয়া দাম বিক্রেতারা অনুসরণ করলেও এখন, তার তোয়াক্কা করছেন না কেউই। গরুর মাংসের দাম ৫শ ছাড়িয়েছে এবং খাসি বিক্রি হচ্ছে, ৭শ ২০ টাকা। দাম বাড়েনি ব্রয়লার মুরগির। দাম বাড়লেও দেশী মুরগী কিনছেন ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, মশলার বাজার নিয়ন্ত্রনে নেই। বাজেটের অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা। তবে বাড়েনি সেমাই, দুধ, ঘিয়ের দাম।

মাছের বাজারও কিছুটা চড়া।

কাঁচা বাজারে সবজি বেচাকেনা খুব একটা ভালো না। তবে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। দেশী পেয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই।
ঈদের পণ্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।